গবেষকরা বলেন, অধিকাংশ কোমল পানীয় ফসফরাস, ক্যাসসিয়াম এবং হাড়ের ক্ষতিকে দ্রুত করে দেয়। কৃত্রিম মিষ্টিকারক হিসেবে কোমল পানীয়তে এসপারটেম, এসিসালফেম ও স্যাকারিন ব্যবহার করা হয়। এগুলো স্মৃতি বিনষ্ট, মৃগীর খিচুঁনি, বমিভাব, ডায়রিয়া, অস্পষ্ট দৃষ্টি, মস্তিষ্কের ক্যান্সার, মূত্রাশয়ের ক্যান্সার সৃষ্টির সম্ভবনা রয়েছে।