ইলন রিভ মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ১৯৭১ সালের ২৮ শে জুন জন্মগ্রহণ করেছিলেন। তাঁর মা মেই মাস্ক, একজন মডেল এবং ডায়েটিশিয়ান। তিনি কানাডার সাসকাচোয়ানে, জন্মগ্রহণ করেন তবে দক্ষিণ আফ্রিকাতে বড় হয়েছেন। ইলন মাস্কের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী, বৈমানিক, নাবিক, পরামর্শক এবং সম্পত্তি বিকাশকারী।